
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর নিয়মে কড়াকড়ি আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় দলে তারকা সংস্কৃতি বন্ধ করতে দশটি গাইডলাইন দেওয়া হয়েছে। জানা গিয়েছে, গৌতম গম্ভীরের পরামর্শেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তারমধ্যে একটি নিয়ম হল, বিদেশ সফরে কোনও ক্রিকেটার ব্যক্তিগত রাঁধুনিকে নিয়ে যেতে পারবে না। তবে যাতে কোনও ক্রিকেটার সমস্যায় না পড়ে, বিকল্প ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বোর্ড। এবার থেকে বিদেশ সফরে ভারতীয় দলের সঙ্গে দু'জন রাঁধুনিকে পাঠানো হবে। বোর্ডের এক কর্তা বলেন, 'ক্রিকেটারদের কথা ভেবে আমরা একটা বিকল্প ব্যবস্থা নিয়েছি। তাঁদের সেটা জানানোও হয়েছে। বোর্ডই দলের সঙ্গে দু'জন রাঁধুনিকে পাঠাবে। তাঁরা ক্রিকেটারদের চাহিদা অনুযায়ী খাবার বানিয়ে দিতে পারবে। সবাই যাতে নিজেদের পছন্দ মতো খাবার পায়, সেটা নিশ্চিত করা হবে। লম্বা সফরে অনেকেই বাড়ির খাবার মিস করে। বোর্ডের রাঁধুনিরা সেই অভাব পূরণ করবে।'
বিরাট কোহলি সহ একাধিক ক্রিকেটার খাওয়া-দাওয়ার বিষয়ে সতর্ক। পুষ্টিবিদদের নির্দেশ মেনে চলেন। বিদেশে সবসময় তাঁদের চাহিদা মতো খাবার পাওয়া যায় না। তাই গত ছয়, সাত বছর ধরে ভারতীয় দলের কয়েকজন সদস্য নিজেদের খরচে ব্যক্তিগত রাঁধুনি নিয়ে বিদেশ সফরে যান। তাঁদের থাকার আলাদা ব্যবস্থা করেন ক্রিকেটাররা। যাতায়াত, রান্নার ব্যবস্থাও ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে করেন। তাঁরা শুধু হোটেলে রান্না করা খাবার পৌঁছে দেয়। কিন্তু এবার সেটা বন্ধ করতে উদ্যোগী বোর্ড। গম্ভীর চাইছেন না, খাওয়ার জায়গায় টিমের সদস্যরা ছাড়া বাইরের কেউ থাকুক। সেই জন্যই এই সিদ্ধান্ত। বোর্ডের এক কর্তা বলেন, 'কয়েকজন ক্রিকেটার খাবারের বিষয়ে শৃঙ্খলা মেনে চলে। চোট সারিয়ে ফেরার সময় খাবার নিয়ে খুবই সতর্ক থাকে ক্রিকেটারের। পুষ্টিযুক্ত খাবারের পাশাপাশি ওজনের বিষয়টাও খেয়াল রাখতে হয়। সেই দিকটা খেয়াল রাখা হবে। সেরা মানের উপাদান ব্যবহার করবে বোর্ডের রাঁধুনিরা।' ক্রিকেটারদের খাদ্যাভাস একটা নিয়মে বেঁধে দিতে চাইছে বোর্ড কর্তারা। কয়েকজন অতিরিক্ত নিয়ম মানলেও, অনেকের এই বিষয়ে অতটা সতর্ক নয়। এবার খাদ্যাভাসেও শৃঙ্খলা আনতে চাইছে বোর্ড।
ইয়ামালকে থামানোর পরিকল্পনা ইন্টার কোচের, কীভাবে থামানো হবে কিশোর প্রতিভাকে?
টুটু বসুর পদত্যাগ পত্র নিয়ে মোহনবাগানের কর্মসমিতির বৈঠকে কী সিদ্ধান্ত হল?
দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না নীতীশ! কেন? বাদ পড়লেন সামিও
ইংল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, ব়্যাঙ্কিং তালিকায় ঘটল বিশাল পতন, জানুন বিস্তারিত
লিগের দৌড়ে এগিয়ে বার্সা, শেষ দেখতে চান অ্যানচেলোত্তি, লক্ষ্য লা লিগার এল ক্লাসিকো
ধোনির উইকেট নেওয়ার ইচ্ছাই ছিল না, ভাগ্যক্রমে পেয়ে গিয়েছেন, ম্যাচ জিতিয়ে অকপট যশ দয়াল
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর আরও কড়া ভারত, এবার ব্লক করা হল বাবর-রিজওয়ানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও
'ঝড় তুলে দে, আমি তোর পাশে রয়েছি', কোহলির টোটকায় বিরাট পরিবর্তন যশ দয়ালের
তিন বিদেশিকে ছাড়তে চলেছে মোহনবাগান, কারা রয়েছেন সেই তালিকায়?
নিজেকেও ছাপিয়ে যাচ্ছেন কোহলি, আইপিএলে বিরাট নজির আরসিবি তারকার
ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের
আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ
ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি
ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য
'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর